হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: প্রতিবছর এ দিনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হয়।এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বছর বই উৎসব আনুষ্ঠানিক ভাবে হয়নি । ভিন্ন ভিন্ন সময়ে স্বাস্থ্য বিধি মেনে হাতিয়া উপজেলার স্ব -স্ব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে ।
আজ শনিবার সকাল ১০ ঘটিকায় এ,এম, হাইস্কুলের প্রধান শিক্ষক আ,ন,ম, হাছান ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিতে দেখা যায় ।এসময়ে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আনন্দের বন্যা দেখা দেয় ।এ সময়ে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকবৃন্দ।
এ ব্যাপারে এ,এম, হাইস্কুলের সহকারী শিক্ষক বিমান চন্দ্র দে বলেন, করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা দুই বছর যাবৎ বই উৎসব থেকে বঞ্চিত । শিক্ষার্থীদের লেখা পড়ার ক্ষতি পুষিয়ে নিতে স্কুল শিক্ষকদের পাশাপাশি বাড়ি তে অভিভাবকদের গুরু দায়িত্ব পালন করতে হবে ।