নোয়াখালী প্রতিনিধি :
পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি নোয়াখালী জেলা কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডিজেল,পেট্রোল, কেরোসিন সহ জ্বালানি তেল,সারের দাম,পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও চাল,ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানো,পল্লী রেশনিং চালু এবং সারা বছর কাজের দাবীতে – আজ( ১৬ আগষ্ট) বিকাল ৪ টায় নোয়াখালী মাইজদী শহীদ মিনারে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মাইজদী শহরের প্রদান – প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদী শহরের টাউন হল মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে এক পর্যায়ে পুলিশ এসে বাধা দেয়, পুলিশি বাধা উপেক্ষা করে ক্ষেত মজুর সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ আবু তাহের’র সভপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সিপিবি সভাপতি শহীদ উদ্দীন বাবুল,সিপিবি নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডঃ মোল্লা হাবীবুর রাছুল মামুন,জেলা ক্ষত মজুর নেতা বিমল মজুমদার’র এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ক্ষেত মজুর সমিতির নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিলন, দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নেতা তারেকেশ্বর নান্টু, ও বাসদ( মার্কসবাদী) নেতা শ্যামল কান্তিদে সহ অন্যান্য নেতৃবৃন্দ।