কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির এক নেতা আওয়ামীলীগে যোগাদন করেছেন। শুক্রবার (৭ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান আয়োজন করা হয়। আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন সুমনকে ফুল দিয়ে বরণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এসময় রাশেদ আহমেদ নামের আরেকজন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।
আবদুল্লাহ আল মামুন সুমন বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
আবদুল্লাহ আল মামুন সুমন বলেন, আমি ছাত্রদল করে আসছি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করতাম। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে ভুল বুঝতে পেরেছি। উন্নয়নের ধারাবাহিকতা দেখে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রণিত হয়েই আওয়ামী লীগে যোগ দিলাম।
যোগদানের বিষয়টি নিশ্চিত করে কাদের মির্জা বলেন, বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিএনপির রাজনৈতিক অবস্থান খুব ভালো। সুমন বিএনপির একজন ভাল নেতা। ভুল বুঝতে পেরে আওয়ামী লীগে যোগদান করেছে। তাই আমি ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে অদূর ভবিষ্যতে আরও অনেক নেতাকর্মী নতুন চমক নিয়ে আওয়ামী লীগে যোগদান করবেন বলে আমি আশা করছি।
যোগদান অনুষ্ঠানে বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাসেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।