কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশ কোম্পানীগঞ্জ থানার উদ্যোগে আজ সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্ত্বর থেকে আনন্দ শোভা যাত্রা বের করা হয়।
উপজেলা চত্ত্বর থেকে এ শোভা যাত্রা বসুরহাট এর প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এসময়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন,উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন,কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান। পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, মুক্তিযোদ্ধা আজিজুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য পেশার নেতৃবৃন্দ।