এএইচএম এম মান্নান মুন্না:: আগামীকাল তাঁর নির্বাচনী এলাকায় আসবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৩ জুলাই) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
সেতুমন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল (যুগ্ম সচিব) নোয়াখালী কোম্পানীগগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম’র নিকট পাঠানো সফরসূচিতে এ তথ্য জানা যায় ।
তিনি সকাল সাড়ে ৯টায় পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত, দোয়া ও ফাতেহা পাঠ করার কথা রয়েছে। এরপর বসুরহাট পৌরসভায় বাস্তবায়িত নব আধুনিকায়ন বসুরহাট বাসস্ট্যান্ড ও বাস্তবায়িত ৭৩৫টি স্যোলার বাতি স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। পরে পৌর অডিটোরিয়ামে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হেসেবে যোগদান করবেন। এরপর কোম্পানীগঞ্জ-ফেনী মহাসড়ক পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন।
দলের এক সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি- জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করার পাশাপাশি সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে প্রথম শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । নির্বাচনকে সামনে রেখে তাঁর আগমনে আগামীকাল নেতা কর্মীরা শান্তি সমাবেশ উপলক্ষে সাংগঠনিক শক্তি জানান দিবে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। সমাবেশে নেতাকর্মীদের ঢল নামবে।ওবায়দুল কাদের’র আগমন উপলক্ষে সমাবেশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বৃষ্টির কথা ভেবে সমাবেশ এবার বসুরহাট পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। নেতা কর্মীদের বসার জন্য বিভিন স্থানে মাইক সংযোগ প্যান্ডেল থাকবে।