সদর (নোয়াখালী) সংবাদদাতা :: চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে নোয়াখালীর সদরে আব্দুল কাদের প্রকাশ কবির (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (৩১ মে) রাতে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের নুরুল আমিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (০১ জুন) সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তার আব্দুল কাদের প্রকাশ কবির নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের মৃত আলী বাহারের ছেলে।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ২২ মে ভুক্তভোগী নারী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, প্রতারণার মাধ্যমে কবির তাকে বিয়ে করা ও তার ছোট ভাইকে চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।পরে টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে কবির তার ব্যবহৃত মোবাইলে ভুক্তভোগীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। পাশাপাশি আরও টাকা দাবি করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।