মোহাম্মদ আমান উল্যা (চাটখিল, নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিলে নূরানী শিক্ষা বিষয়ক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কোরআনের আলো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই ডিসেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকায় আরম্ভ হয়ে ১১.১৫ পর্যন্ত পরীক্ষা চলে।
৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নুরানী ১ম, ২য় ও ৩য় শ্রেণীর হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নুরানী শিক্ষা বিষয়ক উন্নয়ন কেন্দ্রের বৃত্তি পরিক্ষা ২০১৮ইং সালে আরম্ভ হয়ে বর্তমানে চালু আছে এবং ভবিষ্যতে ও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন আব্দুল্লাহ আল নোমান। হল সুপার হিসেবে ছিলেন মাওলানা নাসির উদ্দিন। ব্যবস্থাপনা ছিলেন, মাওলানা মাহবুবুল করিম, হাফেজ মাওলানা তামজীদ হোসেন।
জানা যায়, নূরানী প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রত্যেক শ্রেণীতে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার পাওয়া পাঁচজন করে মোট ১৫ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। উক্ত শিক্ষাবৃত্তি প্রদান করবে প্যারফেক্ট গ্রফ অব কোম্পানিজ লিমিটেড এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।