কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী-৫ আসনের নৌকার মাঝি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
উপজেলার শান্তির হাট, রংমালা বাজার, বাংলা বাজার, বামনী বাজার ও নতুন বাজারসহ বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ করেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই নিজ আসন ও নিজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের জন্য ভোট চান। এসময় দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর গত শুক্রবার প্রথম এসেছেন নিজ আসনে। শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাটে পথসভায় বক্তব্য রাখেন তিনি এরপর শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে বিকেলে কবিরহাট উপজেলা আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বরথেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত করতে পারবে। আর ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।