কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেণ্টস্ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যাশা -২ প্রভাসবন্ধু ফোরাম’র উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মার্চ ) সকাল ১১ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা ব্র্যাক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অর্গানাইজার আবু রায়হানের সঞ্চালনায় ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এএইচএম মান্নান মুন্না’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, একি মাইগ্রেশন প্রোগ্রাম এম আর পি কোর্ডিনেটর ইমাম উদ্দিন। এসময়ে বক্তব্য রাখেন মোঃ বেলায়েত হোসেন, মোঃ এনায়েত উল্যাহ, নিমাই চন্দ্র দাস,নূর আলম মামুন, আবদুল্লাহ আল মামুন, কাজী মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকেই। বক্তারা প্রবাসী কর্মীদের উপর ভয়াবহ নির্যাতন, লাঞ্ছনা, প্রতারণার বিষয় নিয়ে করনীয়, শ্রম অভিবাসীদের সঠিক ভিসা নির্ণয়, কাজের ধরণ যাচাই বাছাই সহ প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে উদ্বুদ্ধ করণ শীর্ষক আলোচনা করেন।
আলোচনা শেষে উপস্থিতিদের সর্ব সম্মতিতে প্রত্যাশা -২ প্রভাসবন্ধু ফোরাম’র সাংবাদিক এএইচ এম মান্নান মুন্না কে সভাপতি , ইউপি সদস্য মো: এনায়েত উল্যাকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুল্যাহ আল মামুন কে তথ্য ও প্রচার সম্পাদক করে জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধি নিয়ে পনের সদস্যের এক বৎসরের জন্য একটি কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, প্রকল্পটি ইউরোপ ইউনিয়ন ও ব্র্যাকের অর্থায়নে এবং অংশীদারিত্বে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।