উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে শেষ হলো যুব উন্নয়ন সংস্থার নির্বাচন : মিলন সভাপতি, নুর উদ্দিন সেক্রেটারি

Date:

এএইচএম মান্নান মুন্না :: এ প্রথম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চরকাঁকড়া একতা বাজার যুব উন্নয়ন সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে একরামুল হক মিলন (প্রতিক দেয়াল ঘড়ি)১১২ ভোট নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর নবী সোহেল (প্রতিক ছাতা) পেয়েছেন ৬৭ ভোট, সহসভাপতি পদে বেলাল হোসেন সবুজ (প্রতিক বাইসাইকেল) ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহমত উল্যাহ (প্রতিক দোয়াত কলম) পেয়েছেন ৯৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে নুর উদ্দিন (প্রতিক গোলাপ ফুল) ৯২ ভোট পেয়ে বিজয়ী হন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম (প্রতিক আনারস) পেয়েছেন ৮০ ভোট। অর্থ সম্পাদক পদে ওমর ফারুক সোহেল (প্রতিক আম) ১১৫ পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিনাল কান্তি মজুমদার (প্রতিক ফুটবল) ৬৫ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে ১৫টি পদে ১১ জন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। বাকী ৪টি পদে ১১জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শনিবার (২১ এপ্রিল) সকাল ১০ টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত সংস্থার কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ২৫০ ভোটের মধ্যে ১৮৬ ভোট ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে চমক দেখিয়েছেন একরামুল হক মিলন এবার নিয়ে চতুর্থ বারের মতো সভাপতি দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি সিলেকশনে ৩ বার সভাপতির দায়িত্বে ছিলেন।

বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ীরা হলেন, সহ- সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন, ক্রীড়া সম্পাদ পদে সাইফুল করিম, প্রবাসী কল্যাণ সম্পাদক পদে নুর আলম, মহিলা বিষয়ক সম্পাদক পদে আছিয়া খাতুন, প্রচার সম্পাদক পতে শেখ ফরিদ, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ ইউসুফ, ব্যবসায়িক বিষয়ক সম্পাদক পদে মোশারফ হোসেন, আইটি বিষয়ক সম্পাদক পদে দিলীপ কুমার শীল, নির্বাহী সদস্য পদে মাহফুজ আলম দুলাল ও মমিন উল্যাহ ।

যুবকদের উন্নয়নের লক্ষ্যে ২০১১ সালে এ সংস্থা প্রতিষ্ঠিত হয়। অত্র সংস্থাটিতে নারী পুরুষ ২৫০ জন সদস্য রয়েছে। এর মধ্যেে নারী সদস্য রয়েছে ১৫০ জন।

বিগত নির্বাচনে ভোট ছাড়া সমিতির কার্যকরী পরিষদ গঠন ছিলো। তারা এবার প্রথম নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠন করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, মাষ্টার আবুল হাসেম মিলন, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন নুর মোহাম্মদ, ও জামাল উদ্দীন। প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কোম্পানীগঞ্জ থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীরা নির্বাচনে সহযোগিতা করেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যুবকদের মাঝে একটি নির্বাচন উপহার দিতে পেরে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল হাসেম মিলন সকলকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে পাবলিক লাইব্ররি পক্ষ থেকে শুভেচ্ছা জানান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নবাগত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ...

কোম্পানীগঞ্জে জামায়াতে’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে...

কোম্পানীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে...

কোম্পানীগঞ্জে মা-মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, আটক ২

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে...