নোয়াখালী টাইমস ডেস্ক :: খরিপ -২/ ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় মৌসুমে আমন ধান এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার( ৪ জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো: ইউনুছ।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) হাবিল উদ্দিন’র সভাপতিত্বে এসময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: বেলাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার,উদ্ভিদ সংরক্ষণ অফিসার আক্রাম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সাইফুল্লাহ,মো: ফরহাদ আলী, মো:ইয়াছিন, সমাছুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার ঘুর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের কৃষি প্রণোদনা ও পূনর্বাসনের আওতায় সাড়ে ৪ হাজার ৭শ’ কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো:বেলাল হোসেন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পূণর্বাসন ও কৃষি প্রণোদনার আওতায় আমন বীজ ও সার বিতরণ করা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে। কোম্পানীগঞ্জে মোট ৪ হাজার ৭শ’ কৃষকের মাঝে এ প্রণোদনা দেয়া হবে। সার, বীজ বিতরণ অনুষ্ঠানে এসময়ে গনমাধ্যমকর্মীরা সহ কৃষকরা উপস্থিত ছিলেন।