সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের হাউজিং এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে শহরের একটি রেস্টুরেন্টে বসে গোপন বৈঠক করছে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, সারা দেশব্যাপী ছাত্রদের কোটা বিরোধী যে আন্দোলন চলছে তার ধারাবাহিকতায় নোয়াখালীতেও মিছিল সমাবেশ করছে সাধারণ ছাত্ররা। এটার সাথে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। নোমান মঙ্গলবার রাতে তার মালিকানাধীন রেস্টুরেন্ট হাঙ্গার কিচেনে তার ব্যবসা পরিচালনা করছিলো। এ সময় পুলিশ সেখানে গিয়ে তাকেসহ পাঁচজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জেলা বিএনপি এই গ্রেপ্তারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি জানান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা শহরের একটি রেস্টুরেন্ট বসে গোপন বৈঠক করছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। নোমানের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) তাদের আদালতে প্রেরণ করার হবে।