এম.এস আরমান:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইক্বরা হাজ্বী সোলাইমানিয়া নূরানী মাদ্রাাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল্যাহ দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত হয় ।এ ঘটনা ঘটে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আজাদ কন্ট্রাক্টরের বাড়ির দরজায় ।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মাওলানা আবদুল্যাহ মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় মাদ্রাসা থেকে বামনী বাজার যাওয়ার পথে আজাদ কন্ট্রাক্টরের বাড়ির দরজায় পৌঁছলে এমন সময় ৪/৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা স্টিলের পাইপ দিয়ে মাথায় গুরুত্বর আঘাত করে এবং তাঁর সঙ্গে থাকা স্যামসং মোবাইলটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মাওলানা আবদুল্যাহ্ এসময়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকলে পরে স্থানীয় পথচারীরা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ।
এব্যাপার মাদ্রাসা পরিচালনা পর্ষদ’র সেক্রেটারী গোলাম মাওলা বলেন, প্রধান শিক্ষক মাওলানা আবদুল্যাহ্ দির্ঘদিন ধরে এ মাদ্রায় প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন তাঁর বিরুদ্ধে কখনো এমন কোন অভিযোগ নেই কারো সাথে তাঁর রূঢ় আচরণ হয়েছে ।তিনি অত্যান্ত বিনয়ী প্রকৃতির মানুষ। কখনো কারো সাথে উচ্চস্বরেও কথা বলতে শুনা যায়নি ।আমরা প্রশাসনের কাছে এই হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি ।
এব্যাপার ,কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দূর্বৃত্তদের হামলায় আহত হন প্রধান শিক্ষক মাওলানা আবদুল্যাহ (৩০)। এবিষয়ে বুধবার (২২ ডিসেম্বর) মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী গোলাম মাওলা (৬০) বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।