চাটখিল (নোয়খালী) প্রতিনিধি:
চাটখিল পৌরসভার দক্ষিণ বাজারে সোনালী ব্যাংকের সামনে রাস্তার উপরে অবৈধভাবে সিএনজি রাখাকে কেন্দ্র করে সিএনজি ড্রাইভারসহ এক দল সন্ত্রাসী বাজারের ব্যবসায়ী রানা ভিডিও এর স্বত্তাধিকারী মো: রানা এর বড় ভাইকে মারধর ও দোকান ভাংচুর এবং লুটপাট করে। এই ঘটনায় আজ দুপুরে রানা ভিডিও এর স্বত্তাধিকারী মো: রানা বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে চাটখিল দক্ষিণ বাজার সোনালী ব্যাংকের সামনে চাটখিল-খিলপাড়া সড়কের উপর ৭-৮টি সিএনজি চালিত অটোরিক্সা দাঁড় করিয়ে রাখায় জন চলাচলে বিঘœ ঘটে। তাই রানার বড় ভাই মো: মহসিন সিএনজি ড্রাইভারদের গাড়ি সরিয়ে রাখতে বলায় ড্রাইভারদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহসিন তার ছোট ভাই রানার ভিডিও দোকানে গিয়ে বসে। এর কিছুক্ষণ পর সিএনজি ড্রাইভার আব্দুল মান্নানের ছেলে চয়ন (১৯) ও সফিকুরের ছেলে রবিন (২১) সহ আরো কয়েকজন ড্রাইভার একত্রিত হয়ে লোহার রোড, ধারালো ছুরি ও দেশিও অস্ত্রসহ রানা ভিডিও দোকানে প্রবেশ করে মহসিনের উপর হামলা করে এবং দোকানে ভাংচুর ও নগদ অর্থ লুটপাট করে। মারাত্মক আহত অবস্থায় মহসিনকে বাজারের ব্যবসায়ীরা উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগকারী রানা বলেন, এই ঘটনায় আইনের আশ্রয় নিলে সন্ত্রাসীরা আমাকে ও আমার ভাইকে প্রাণে হত্যা করে লাশ গুম করিবে বলে হুমকি দেয়।
চাটখিল থানার ওসি ইমদাদুল হক অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা নথিভূক্ত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটখিলে সিএনজি রাখাকে কেন্দ্র করে হামলা,ভাংচুর ও লুটপাট থানায় অভিযোগ
Date: