এএইচ এম মান্নান মুন্না :: নোয়াখালীর কোম্পানীঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার দোয়া কর্মসূচি পালন করেছে দলটি।
বিকাল ৪ ঘটিকায় যুক্ত রাষ্ট্র প্রবাসী চরহাজারী ইউপি’র সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ আল হারুন’র বাড়ীতে চরহাজারী বিএপির নেতা কর্মীরা তাঁর জন্য দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেন ।
দোয়া ও মোনাজাত পূর্বে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা সুযোগ প্রদানের দাবী জানিয়ে চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি গাজী আলমগীর হোসেন’র সভাপতিত্বে ও চরহাজারী ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বপন’র সঞ্চালনায় এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক আব্দুল মতিন লিটন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও চরহাজারী ইউপি সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ আল হারুন, উপজেলা বিএনপি’র সদস্য হারুন অর রশিদ ভূঁঞা, বিএনপি নেতা আব্দুল মজিদ (মজিদ মেম্বার), সফি উল্লা (মন্ত্রী), আবু তাহের, আব্দুল হক সাহাব উদ্দীন, চরহাজারী ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল ।
এছাড়াও অনুষ্ঠানে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩শতাধিক নেতা কর্মী অংশ নেন।