রুনা লায়লার চিঠি কেন আসে না লিলিনের কন্ঠে!

Date:

বিনোদন ডেস্ক :
রুনা লায়লা ও লিলিন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লা গাওয়া ‘চিঠি কেন আসে না আর দেরি সহেনা’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলো। ফজলে আহমেদ বেনজীর পরিচালিত প্রয়াত নায়িকা দিতি ও কলকাতার নায়ক প্রসেনজিৎ অভিনীত ‘প্রিয় শত্রু’ সিনেমায় গানটি ব্যবহার হয়। গানটি মনিরুজ্জামান মনিরের লেখায় সুর-সঙ্গীতে ছিলেন আলম খান।

গানটির মূল ভার্সন ‘অনুপম মুভি সংস’ চ্যানেলে প্রকাশিত আছে। ২০২১ সালে ইউটিউবে প্রকাশিত গানটি এখন পর্যন্ত এক কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তবে ইউটিউবের যুগ আসার আগেই এই গান বহু জনপ্রিয় এক গানে পরিণত হয়েছে।

এবার জনপ্রিয় এই গানটি হালের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লিলিন মুন নতুন সঙ্গীতায়োজনে গেয়েছেন। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন শিথিল রহমান। এরইমধ্যে গানটি নিয়ে অনুপম’র এর কর্ণধার মো. আনোয়ার হোসেনের সঙ্গে দেখাও করেছেন লিলিন মুন।

লিলিন মুন বলেন,‘আমার সঙ্গীত জীবনের পরম শ্রদ্ধার, ভালোবাসার আর অনুপ্রেরণার নাম শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম। কখনো ভাবিনি তার গান এভাবে কাভার করতে পারবো। যেহেতু ক’দিন আগেই তাঁর জন্মদিন ছিলো। তাই অনেকটাই সাহস করে চিঠি কোনো আসেনা গানটি গাইবার সাহস করলাম। কারণ এই গানটি ছোটবেলা থেকেই আমার ভীষণ প্রিয়। জানিনা কেমন গেয়েছি।

শ্রোতা দর্শকের কেমন লাগবে সেটা নিয়ে খুব বেশি ভাবনায় না থাকলেও শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের যদি একটু হলেও ভালোলেগে থাকে তাতেই আমি ধন্য হবো, মনে করবো এটাই আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ আনোয়ার ভাইকে তার চ্যানেলে আমার গানটি প্রকাশের সুযোগ করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। ধন্যবাদ রাফাত ভাই ও শিথিল’কে সঙ্গে থেকে সাহস দেবার জন্য।’

অনুপম’র কর্ণধার মো. আনোয়ার হোসেন জানান, লিলিনের কন্ঠে রুনা লায়লার কাভার করা এই গানটি আগামীকাল সন্ধ্যায় প্রকাশ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বিদেশ যাওয়া হলো না কলেজ ছাত্র জাকিরের, প্রশিক্ষণ শেষে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট ডিগ্রি কলেজের এক ছাত্র...

লক্ষ্মীপুরে উপজেলা-পৌরসভায় জামায়াতের আমির নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে উপজেলা ও পৌরসভা জামায়াতের নির্বাচিত আমিরদের শপথ...

দুদক আয়োজিত বিতর্কপ্রতিযোগিতায় ফেনী পাইলট সেরা

ফেনী প্রতিনিধি : ফেনীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় সেরা...

‘ছাত্ররা আন্দোলন ও সংঘাতে না জড়িয়ে দায়িত্বশীলতার পরিচয় দেবেন’ :উপদেষ্টা মাহফুজ আলম

টাইম রিপোর্ট:কোনো ধরনের উসকানিতে আন্দোলন ও সংঘাতে না জড়িয়ে...