নোয়াখালী প্রতিনিধি :’নৈ:শব্দ্য ভেঙ্গে জেগে উঠো দ্রোহে ‘ এই শ্লোগান বুকে ধারণ করে -সত্য সুন্দরের আকাঙ্খায় মুক্ত মানুষের মুক্তপৃথিবী স্বপ্ন গড়ার সংগঠন উদীচী’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেছে নোয়াখালী জেলা সংসদ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে নোয়াখালী পৌর পার্কে কবিতা আবৃত্তি ,গণ সঙ্গীত ও আলোচনা সভার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উদীচী নোয়াখালী জেলা সংসদ’র সভাপতি এ্যাডভোকেট মোল্লা হাবীবুর রাছুল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,নোয়াখালী জেলা উদীচী’র সহ সভাপতি আব্দুল আউয়াল ,উদীচী জেলা সংসদ’র সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য’র সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা উদীচী সহ সভাপতি তপন ঘোষ, নোয়াখালী জেলা সংসদ উদীচী যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ শাহেদ ,উদীচী চাটখিল শাখা সংগঠক সমীর চক্রবর্তী ,এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন উদীচী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এএইচ এম মান্নান মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা পূর্বে কবিতা আবৃত্তি করেন নোয়াখালী জেলা উদীচী সদস্য মানিক লাল মজুমদার ও কোম্পানীগঞ্জ উপজেলা শাখা উদীচী সম্পাদক মন্ডলীর সদস্য তৃষা চক্রবর্তী ।শেষে শিল্পী জুটন মজুমদার ও মনসুর আহমেদ’র নেতৃত্বে উদীচী শিল্পীগোষ্ঠী শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ।