কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাড়ীচাপায় এক মানসিক প্রতিবন্ধী নারী (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সিরাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির দরজায় এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় পাগলের বেশে ঘোরাঘুরি করতেন। তা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা যায়, একটি দ্রুতগামী গাড়ী মানসিক প্রতিবন্ধী ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে লাল সেলোয়ার ও গায়ে খয়েরি রঙের গেঞ্জি ছিল। তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।