কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি :: দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আব্দুর রহিম (৪২) নামে এক আ. লীগ কর্মীকে গ্রেফতার করে আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে চরহাজারী ইউনিয়নের আবু মাঝির হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আবদুর রহিম চরহাজারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে ও আবু মাঝিরহাট কমিউনিটি ক্লিনিকে সিএইচপিসি পদে চাকুরীরত ছিলেন।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আবদুর রহিমকে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে ।