কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় ২য় পর্যায়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরো ২৩৭টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ প্রদান করা হয়েছে।
রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন শেষে উপকারভোগীদের মাঝে জমির দলিল তুলে দেন, নোয়াখালী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, সহকারী পরিচালক (ভূমি) সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ উপকারভোগীরা।