কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’—এই প্রতিপাদ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৫, উদ্যাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
মহিলাবিষয়ক অধিদপ্তর,কোম্পানীগঞ্জ এর উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, কোম্পানীগঞ্জ থানা পরিদর্শক তদন্ত বিমল কর্মকার, উপজেলা প্রোগ্রামার তানিম রহমান, আই ইউ জি আইপি প্রকল্প অফিসার সন্তোষ কুমার রায়,
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, সঞ্চলনা করেন বসুরহাট বাজার পরিদর্শক করিমুল সাথী।
বক্তারা বলেন, নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে নারীরাও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বাংলাদেশে নারীর অবদান প্রসঙ্গে বক্তারা আরো বলেন, এ দেশের অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ প্রয়োজন। এজন্য সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
নারী ক্ষমতায়ন প্রসঙ্গে বলেন, নারীর ক্ষমতায়নে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। নারী ক্ষমতায়ন নারীর নিজস্ব মূল্যবোধকে বিকাশিত করতে সাহায্য করে। নারীর সুপ্ত প্রতিভাকে বিকশিত করলে দেশের আর্থসামাজিক অবস্থা আরো উন্নত হবে।