দেশ এখন দু’ভাগে বিভক্ত চাঁদাবাজ গোষ্ঠি ও মজলুম জনগোষ্ঠী, আমরা মজলুমের পক্ষে- ফখরুল ইসলাম

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, দেশ এখন দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে।চাঁদাবাজ গোষ্ঠি ও মজলুম জনগোষ্ঠী। আমরা মজলুমের পক্ষে আছি এবং থাকবো। বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি,দখলবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস করবে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে জনগণকে এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে বলেন।

আওয়ামী ফ্যাসিস্ট লুটেরা গোষ্ঠি পালিয়ে যাবার পর নব্য লুটেরাদের জনগণ দেখতে চায়না। এরা এসব অপকর্ম করে বিএনপির ভাবমুর্তি নষ্ট করছে, তাদের বিষয়ে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়ে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (২১ মার্চ)ইফতার পূর্বে রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দলের মরহুম নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,সাড়ে ৩ বছর পেরিয়ে গেলেও তারা কোন পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। বর্তমান মেয়াদোত্তীর্ণ এই আহ্বায়ক কমিটি ভালোভাবে একটি সভাও করতে পারেনি। কোনো ইউনিয়নে সম্মেলন ও কমিটিও গঠন করতে পারেনি। জনগনের প্রশংসা অর্জনের পরিবর্তে এসব নেতা নানা অপকর্ম জড়িয়ে সাধারণ জনগণের কাছে দলকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। যদিও আমিও ওই মেয়াদোত্তীর্ন কমিটির একজন সদস্য। এ গোষ্ঠি নিজেদের চাঁদাবাজির সাম্রাজ্য রক্ষা করতে পদবাণিজ্য ও পকেট কমিটি করে আওয়ামী পুনর্বাসন, নতুন নতুন সন্ত্রাসী, ধর্ষক ও চাঁদাবাজ তৈরি হচ্ছে। এদের সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন,জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে,দলের জেলা,বিভাগ ও কেন্দ্রের কাছে দাবি জানাবো অথর্ব মেয়াদোত্তীর্ণ কমিটি অবিলম্বে বিলুপ্ত করে একটি গ্রহণযোগ্য,শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করা হোক। কোনো ধরনের পদবাণিজ্যের পকেট কমিটি মেনে নেয়া হবেনা বলেও তিনি হুঁশিয়ারি করেন।

রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপ,গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার,জসিম মেম্বার, যুবদল নেতা কাঞ্চন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর, চরফকিরা ইউনিয়ন যুবদল নেতা রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

পেশকার হাট মোবারকীয়া ঐতিহাসিক ঈদগাহে অন্যতম ঈদের বড় জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পেশকার হাট মোবারকীয়া ঐতিহাসিক...

নোয়াখালী- ৫ আসনে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী নওশাদ

স্টাফ রিপোর্টার :বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী মোহাম্মদ...

কোম্পানীগঞ্জে গরীব অসহায়দের মাঝে শাড়ী- লুঙ্গী বিতরণ করছেন সমাজ সেবক ও সাবেক ছাত্রদল নেতা আবদুর রহীম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে গরীব অসহায়...

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির পুরাতন কমিটিকে অবাঞ্চিত করে নতুন কমিটির আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার :সংবাদ সম্মেলন করে কোম্পানীগঞ্জ উপজেলায়বাংলাদেশ প্রাথমিক শিক্ষক...