প্রশাসনের প্রতি আলহাজ ফখরুল ইসলামআপনারা জনস্বার্থে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, জনবিরোধীকে পশ্রয় দেবেন না

Date:

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়ে অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। এসব সহ্য করা হবেনা।

শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। একটি গোষ্ঠী শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। যা একটি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের নমুনা। আমরা বেঁচে থাকতে এই চক্রান্ত সফল হতে দেব না।
তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্য মূল্য বৃদ্ধি এবং নির্বাচন ভুন্ডুলের উস্কানিদাতা কোনো ষড়যন্ত্রকেই যেন প্রশাসন প্রশ্রয় না দেয়। খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে শত্রুদের পাতা ফাঁদে নেতাকর্মীরা যেন পা না দেয়। আমরা সজাগ থেকে ঐক্যবদ্ধ থাকলে আমাদের ভোটের মাঠ এবং জনসমর্থনে কেউ বাধা হয়ে দাড়াতে পারবে না।
তিনি আরো বলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত সেনাবাহিনীর কাছে আহ্বান জানিয়ে বলেন, আপনারা জনস্বার্থে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, জনবিরোধী, জনদূর্ভোগ সৃষ্টিকারীকে আশ্রয় দেবেন না। প্রশাসন এধরনের অপকর্মকারীদের প্রশ্রয় দিলে জনগনের কাছে ভূল বার্তা যাবে। মাটি খেকো, বালু খেকো, নদীর খেয়া ঘাট, হাট বাজার ইজারার নামে চাঁদাবাজদের অত্যাচারে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, আফতাব আহমেদ বাচ্চু, কাজী একরামুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার, নাছের মেম্বার, সদস্য সচিব আবুল বাশার, চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাউসার আলম বাইতুল, যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইন উদ্দিন, চরফকিরা ইউনিয়ন বিএনপি নেতা হাজী শাহজাহান, যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধ ও বিক্ষোভ

কোম্পানীগঞ্জ (নোয়াখাালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ...

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে...

রামগতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে জলপরীর মত বাচ্ছা প্রসব

রামগতি (লক্ষীপুর) সংবাদদাতা :: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাঈদা আক্তার...