নোয়াখালী প্রতিনিধি :
ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম – ২, নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার আয়োজনে এবং “রূপান্তর লোকশিল্পী দল”-এর পরিবেশনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মুছাপুর ও রামপুর ইউনিয়নে একটি ব্যতিক্রমধর্মী পটগান প্রদর্শনী।
এই সাংস্কৃতিক আয়োজনে নিরাপদ অভিবাসন, বিদেশযাত্রায় সম্ভাব্য ঝুঁকি, প্রতারণা এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণের গুরুত্ব তুলে ধরা হয়। পটগানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার আলোকে অভিবাসন সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়গুলো দর্শকদের সামনে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শকদের জন্য এক কুইজ প্রতিযোগিতা ও প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত শ্রোতারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠান সমন্বয়ক, ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম -২ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই আয়োজন স্থানীয় পর্যায়ে অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিদেশফেরত অভিবাসীদের সমাজে সফলভাবে পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতি লোকজন এমন মন্তব্য করেন।