কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রতিদিনই প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা জোরদার করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
আগামী বৃহস্পতিবার (২৫ অক্টোবর ২৫)সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর হোসেন রতন, যিনি বর্তমানে কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এবার তিনি প্রতীক রিকশা নিয়ে বসুরহাট ব্যবসায়ী সমিতি লিমিটেড-এর সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন।
নির্বাচনী প্রচারণায় নেমে নূর হোসেন রতন ভোটারদের উদ্দেশ্যে বলেন,আমি সবসময় ব্যবসায়ী সমাজের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতিতে যে উন্নয়নমূলক কাজ করেছি, সেই কাজ বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতিতেও বাস্তবায়ন করতে চাই। আমি নির্বাচিত হলে ব্যবসায়ী ও সদস্যদের কল্যাণে কাজ করবো। তাই সকলের দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।