বিশেষ প্রতিনিধি:
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো লক্ষীপুর চাঁদপুর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি চলছে।
বুধবার (১৫ অক্টোবর) চাঁদাপুর এমপিওভুক্ত স্কুল–কলেজ একটি সূত্রে এ তথ্য জানা যায়। প্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত হলেও পাঠদান বন্ধ রয়েছে।
শিক্ষকরা বলেন, এমপিওভুক্ত সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে, যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করছে। সারাদেশের মতো চাঁদপুরও কর্মবিরতি চলছে।
দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না হওয়ায় গতকাল মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন তারা। তবে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন আন্দোলনকারীরা। সেখান থেকেই শিক্ষক নেতারা নতুন আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানলে তারা শাহবাগে অবস্থান নেবেন। এরপরও প্রজ্ঞাপন না এলে আমরণ অনশনে বসবেন আন্দোলনকারীরা।
মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন তারা।