চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীতে যেভাবে প্রতিনিয়ত নতুন নতুন চর জেগে উঠছে, সেখানে আরেকটি “নতুন বাংলাদেশ” গড়ে তোলার বিশাল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মুখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।
তিনি বলেন, “নোয়াখালীতে সমুদ্র অর্থনীতির বিশাল বাজার তৈরি করা সম্ভব। এখানকার ভৌগোলিক অবস্থান ও সম্পদের সঠিক ব্যবহার হলে বিশ্বমানের পর্যটন শিল্পও গড়ে তোলা যাবে। এরকম সম্ভাবনাময় একটি জেলাকে বিভাগে রূপান্তর না করাটা রাজনৈতিক অদূরদর্শিতা।”
বুধবার (১৫ অক্টোবর) রাতে চাটখিল সাংবাদিক ফোরামের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভাটি নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে আয়োজন করা হয়।
জহিরুল ইসলাম আরও বলেন, “নোয়াখালী জেলা ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার বিভাগ ঘোষণার দাবি এখন আর কেবল দাবি নয়—এটি বৃহত্তর নোয়াখালীর প্রায় দেড় কোটি মানুষের অধিকার।”
তিনি দাবি আদায়ে আগামীতে কঠোর আন্দোলনের ইঙ্গিতও দেন।এ সময় তিনি আরও বলেন, “নোয়াখালীর উপর দিয়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করতে হয়। যদি এখানে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন করা যায়, তবে যাতায়াত ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।”
মতবিনিময় সভায় চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।