কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নিঝুম দ্বীপ খ্যাত বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রাণের জেলা নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও ইউএনওকে স্মারকলিপি দিয়েছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির কোম্পানীগঞ্জের নেতৃবৃন্দ।
রোববার ১১ টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের মাধ্যমে প্রধান উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশন-২০২৪ এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে বিভাগের দাবিতে নানা স্লোগানে উপজেলার বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক ইনকিলাব পত্রিকার নোয়াখালী জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু। পরিচালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, জামায়াতে ইসলামীর বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমির হোসেন বিএসসি, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুর রহমান ফয়সাল ,সদস্য সচিব জাহিদুর রহমান রাজনসহ নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে অংশ নেয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন—উই ফর ইউ, জীবন আলো, অফুরন্ত ব্লাড ব্যাংক, একাডেমী বাজার সমাজকল্যাণ পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ কনটেন্ট ক্রিয়েটর, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, আল-আনফাল ফাউন্ডেশন, শাহাদাতপুর ফ্রেন্ড ক্লাব, কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি সহ প্রায় ৩০টি স্থানীয় সংগঠন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিভাগ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন নোয়াখালীবাসীর প্রাণের দাবি। এ দাবি পূরণ হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে।’
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম প্রশিক্ষণে থাকায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিনের হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়।
