কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: দক্ষতা নিয়ে বিদেশে গমন, রেমিটেন্সে সমৃদ্ধ স্বদেশ”—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি র‌্যালি বের করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক মাইগ্রেশন -২ এর সভাপতি এএইচএম মান্নান মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার আবু রায়হান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, প্রবাসী কল্যাণ ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্না আক্তার।ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের (সিসিএইচ) অফিসার সাদিয়া।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক প্রবাসবন্ধু ফোরামের সহ-সভাপতি ডা. বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, মাইন উদ্দিন মিন্টু, আবদুল্লাহ আল মামুনসহ ফোরামের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের অবদান রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অনস্বীকার্য। বক্তারা প্রবাসীদের অধিকার রক্ষা, নিরাপদ অভিবাসন এবং প্রবাসী পরিবারগুলোর কল্যাণে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ভূমিকার প্রশংসা করেন।

বক্তারা আরও জানান, ব্র্যাক মাইগ্রেশন -২ এর আওতায় পরিচালিত প্রবাসবন্ধু ফোরামের মাধ্যমে প্রবাসী ও তাঁদের পরিবারের জন্য সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করছে। অনুষ্ঠানের শেষপর্বে প্রবাসীদের অধিকার সুরক্ষা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট পাঠাগার’র আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নোয়াখালী প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কেন্দ্রস্থলে শহীদ মিনারের পাদদেশে...

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ মিনারে উদীচী’র মোমবাতি প্রজ্বলন

নোয়াখালী প্রতিনিধি :১৪ ডিসেম্বর—জাতির ইতিহাসের এক শোকাবহ ও গৌরবোজ্জ্বল...

শহীদদের স্মরণে কোম্পানীগঞ্জে ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কাদের মোল্লার...

কোম্পানীগঞ্জে ৪৫০ জন মেধাবীদের মাঝে উদয় এইড ফাউণ্ডেশন’র বৃত্তি প্রদান

নোয়াখালী প্রতিনিধি: উদয় এইড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের...