কোম্পানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্কুল শিক্ষকের বসতবাড়ি ভস্মীভূত

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক স্কুল শিক্ষকের বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকান্ত মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শিক্ষক হারাধন চন্দ্র মজুমদার নাছের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ভুক্তভোগী পরিবার জানায়, আগুনে ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তবে সৌভাগ্যক্রমে পরিবারের সদস্যরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ভিটে ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। শিক্ষক হারাধন চন্দ্র মজুমদার জানান এতে তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
ঘটনার খবর পেয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে মুছাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক তামীম আহমেদ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়।
পরিদর্শনকালে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক হারাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। স্থানীয় সচেতন মহলও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিক্ষক ও তার পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার উত্তম চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে ৬টি সংসদীয় আসনে ৬২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর...

নোয়াখালী ৫: স্বতন্ত্র প্রার্থী হলেন ব্যারিস্টার মওদুদ পত্নী হাসনা মওদুদ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক)...

দীপু দাস, ওসমান বিন হাদি ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে দীপু দাস, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান...

নোয়াখালী ৫ আসনে ফখরুল ইসলাম বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন

নোয়াখালী প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ,কবিরহাট...