কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দিন মওদুদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ব্যক্তিগত সহকারি মাহবুবুর রহমান নাহিদের মাধ্যমে কোম্পানীগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কাছে এ মনোনয়ন জমা দেন তিনি।
জানা যায়, হাসনা জসীমউদ্দিন মওদুদ পল্লীকবি জসীমউদ্দিনের মেয়ে। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে স্বামী ব্যরিস্টার মওদুদ আহমদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এবার এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান ব্যবসায়ী মো. ফখরুল ইসলাম। তিনিও একইদিন বিএনপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে সন্ধ্যায় হাসনা জসীমউদ্দিন মওদুদ তার ফেসবুক টাইমলাইনে লিখেন, ‘আমি দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি নোয়াখালী-৫ হতে দলীয়ভাবে বিএনপি’র একজন প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ার চেষ্টা করেছি। যেখানে আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার সেবা করেছি। আওয়ামী লীগের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ২০১৭ সাল থেকে আমি আমার বাড়ি হারিয়েছি।
কিন্তু কমিশন থেকে বলা হচ্ছে যে, দলীয় মনোনয়ন পত্র ছাড়া দলীয়ভাবে কারো মনোনয়ন জমা নেয়া হবে না। এটা শুনে আমি অনেক আশাহত হয়েছি। তাই বাধ্য হয়ে আমি স্বতন্ত্র হিসেবে আজ মনোনয়ন দাখিল সম্পন্ন করলাম। আমি আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

