নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম
মঙ্গলবার (২৮ জানুয়ারি) পরিচালিত অভিযানে পি. ই. এস. আর ট্রেড কর্পোরেশন নামক প্রতিষ্ঠানের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।
মোবাইল কোর্ট ওই ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া অভিযানের সময় চর এলাহী এলাকার আরও দুটি বালুর পয়েন্টে অভিযান পরিচালনা করা হলে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ সময় সংশ্লিষ্টরা এক্সক্যাভেটর ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে।
অভিযান পরিচালনাকালে কোম্পানীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যবৃন্দ ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম জানান অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

