৯ মে মঙ্গলবার বিকেলে বামনী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রগতি খেলাঘর আসরের সভাপতি দীপক চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ও বিশ্বজিত চক্রবর্তী অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য অজয় কুমার আচার্য্য, উপজেলা খেলাঘরের উপদেষ্টা জহির আহমেদ, সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মিলন চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক জগবন্ধু বৈষ্ণব, প্রগতি খেলাঘর আসরের উপদেষ্টা ছিদ্দিক উল্যা ভুট্টো, সোহরাব হোসেন বাবর, ব্যাঞ্জনা খেলাঘর আসরের সভাপতি সাইফুল ইসলাম সোহেল, পথিকৃত খেলাঘর আসরের সভাপতি কামরুজ্জামান জাফর, প্রগতি খেলাঘর আসরের সহ-সভাপতি আবু নাছের কচি প্রমুখ।
আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেয় অতিথিবৃন্দ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে প্রগতি খেলাঘর আসরের শিল্পীরা।