হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর হাতিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটিতে পড়ে গিয়ে মোস্তাফিজুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সীমানা বিরোধ নিয়ে একই বাড়ির মিরাজ উদ্দিনের সঙ্গে বৃদ্ধ মোস্তাফিজের কথা কাটাকাটি হয়। এসময় উত্তেজিত হয়ে তিনি হঠাৎ পড়ে গিয়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয় পল্লিচিকিৎসক মো. তসলিম আলমের কাছে নিয়ে গেলে তিনি বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।
নিহতের পুত্রবধূ অজিফা বেগম বলেন, আমার শ্বশুর দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। বুধবার দুপুরে রোজা রেখে ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। ধারণা করা হচ্ছে, তার সুগার শূন্য হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
হাতিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।