বৃহস্পতিবার(৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড থেকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত রবিউল হক ও মামলার আইও এস আই নাজমুল। এঘটনায় ডাকাতি চেষ্টার কথা স্বীকার করে জিকু পুলিশকে জানায় ঘটনার তিন দিন আগে তারা বিষয়টি নিয়ে রফিক নগরে বৈঠক করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি(তদন্ত) রবিউল হক জানান, ডাকাতি চেষ্টার মুল হোতা জিকুকে গতরাতে আটক করা হয়। জিঙ্গাসাবাদে সে ঘটনার স্বীকারোক্তি প্রদান করে তথ্য দেন। তার দেয়া তথ্য অনুযায়ী বাকী আসামীদেরও ধরার চেষ্টা চলছে। শুক্রবার সকালে জিকুকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য গত ৪ জুলাই রাত সাড়ে আটটায় বসুরহাট পৌর বহুমুখী সমিতিতে ডাকাতি চেষ্টার সময় নৈশ প্রহরীকে মারধর করে, নৈশপ্রহরি চিৎকারে জনতা এগিয়ে আসলে ডাকাতি কাজে ব্যাবহৃত সিএনজি ও তাদের সরঞ্জাম রেখে ডাকাতরা পালিয়ে যায়।