এএইচএম মান্নান মুন্না:বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। দুর্নীতি, জঙ্গিবাদ, আবার জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করার চেষ্টার মধ্যে সাম্প্রদায়িকতা। ফলে দুর্নীতি, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা কঠোরভাবে মোকাবিলা করতে হবে আমাদের কৃষ্টি ও সংস্কৃতির দিকে ধাবিত হয়ে।
সাংস্কৃতিকবোধ জাগাতে হবে এ কথার সূত্র ধরে ‘গ্রাম থেকে জেগে ওঠো, শহরে থেকে জেগে উঠো’…….
এভাবে সাংস্কৃতিক জাগরণের আহ্বানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে’ শ্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে করে গণ সঙ্গীত উৎসব ও গণ সঙ্গীত প্রতিযোগিতা। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতায় শিল্পীকর্মী মনছুর আহমেদ’র নেতৃত্বে দলীয় গণ সঙ্গীতে অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় এবার জাতীয়ভাবে নোয়াখালী উদীচী শিল্পী কর্মীরা যোগ্যতার এক অনন্যের প্রতীক হয়ে প্রথম স্থান অর্জন করেন। এ ফলাফল শুনে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নোয়াখালী উদীচী শিল্পীকর্মীরা হয়ে উঠেন এক আনন্দ উচ্ছ্বাসে।