কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (১৬ই জুলাই) দুপুর ১২ টায় হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গাছের উপকারিতা সম্পর্কে অবহিত করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান টিপু।
এসময়ে বক্তব্য রাখেন, হাজারী হাট হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল হুদা, গভর্নিং বোর্ডের দাতা সদস্য মোঃ খোরশেদ আলম, সদস্য মোঃ আইয়ুব আলী, এনামুল হক (হকসাব), মোহাম্মদ ফারুক, রহমতউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের সকল ছাত্রছাত্রীবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বোর্ড’র সদস্য ও কর্মচারীরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ফলজ, বনজ, ও ঔষধিসহ দু’শ গাছের চারা রোপণ করেন।