মুছাপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করলেন চেয়ারম্যান আইয়ুব আলী

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ২০২৩-২৪ অর্থ বছরে মুছাপুর ইউনিয়নের জন্য ২ কোটি ১৫ লাখ ৩২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন।

সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় পরিষদের নিজ কার্যালয়ে জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশের উপস্থিতিতে তিনি এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে ইউপি রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ৩০ লাখ ৬২ হাজার টাকা, সরাকরি সুত্রে আয় ১৯ লাখ ২০হাজার ৪ শত টাকা, উন্নয়ন খাতে আয় ১ কোটি ৩০ লাখ টাকা, স্থানীয় সরকার সুত্রে আয় ৩৫ লাখ ৫০হাজার টাকা। ২ কোটি ১৫ লাখ ৩২হাজার টাকা আয়ের বিপরিতে ২৪টি খাতে ২ কোটি ১৫ লাখ ৩২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

চেয়ারম্যান আইয়ুব আলী বাজেট পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করি। ইউনিয়নের অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিগত দেড় বছরে যেসব কার্যক্রম গ্রহন করেছি তাতে ইউনিয়নবাসীর বহুদিনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। অল্প সময়ের মধ্যে অত্র ইউনিয়নে ভিক্ষুকদের পূনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হবে। বিগত দেড় বছরে ওয়ানস্টপ সেবার আওতায় প্রতিদিন পরিষদে আগত শতশত নারী পুরুষ তাৎক্ষনিক সেবা নিচ্ছেন। আগামী দিনেও আপনাদের সকলের সহযোগিতায় এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিজুল হক দুলাল, প্যানেল চেয়ারম্যান আহছান উল্যাহ ভুট্টো, সংরক্ষিত মহিলা সদস্য আয়েশা আক্তার জেসি, রূপালী বেগম, জুলেখা বেগম, ইউপি সদস্য শেখ মোহাম্মদ রাসেল, শেখ ফরিদ, মাইন উদ্দিন, জাকির হোসেন রাশেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত...

কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা বা নাটক করতে দেওয়া হবে না : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

টাইম ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন...

লেখক-সাহিত্যিকরা সমাজের দর্পণ: মাহবুবা চৌধুরী

সাহিত্য রিপোর্ট :লেখক-সাহিত্যিক আমাদের সমাজের দর্পণ। তারা তাদের লেখনীর...

মালয়েশিয়া থে‌কে পরিশোধিত পামওয়েল পে‌তে চায় বাংলা‌দেশ

প্রবাস ডেস্ক:আসন্ন রমজানকে সামনে রেখে মালয়েশিয়া থেকে সরকারি পৃষ্ঠপোষকতায়...