Home Blog Page 153

নববর্ষে দেশবাসীকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

0

নিউজ ডেস্ক :: খ্রিষ্টীয় নববর্ষ ২০২০ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।

নববর্ষ ২০২০ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক- এমন প্রত্যাশায় আবদুল হামিদ বলেন, ‘নববর্ষ সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ- খ্রিষ্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘২০২০ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হবে। এ জন্য গোটা দেশবাসী উন্মুখ হয়ে আছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। তাই তো নববর্ষকে বরণ করতে বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন। খ্রিষ্টীয় নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা দেশ। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিষ্টাব্দ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।’

নতুন বছরের অঙ্গীকার হোক মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা বিনির্মাণের পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০২০ বাঙালি জাতির জন্য একটি বিশেষ গৌরবময় বছর। এ বছরই উদযাপিত হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আমরা ২০২০ খ্রিস্টাব্দকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছি। আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে বছরব্যাপী অনুষ্ঠানমালা। তাই নতুন বছরের অঙ্গীকার হোক মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। নতুন বছর অর্জন আর প্রাচুর্যে, সৃষ্টি আর কল্যাণে ভরে উঠুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি- মহান আল্লাহতায়ালার দরবারে এই প্রার্থনা করছি।’

তিনি বলেন, ‘পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে আবাহন করা মানুষের সহজাত ধর্ম। অতীতের সফলতা-ব্যর্থতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণের জন্য এখন দৃপ্ত পায়ে এগিয়ে যাওয়ার সময়। গত বছরের ভুলগুলো শুধরে নিয়ে আমাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়ন, সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ২০১৯ ছিল একটি উল্লেখযোগ্য বছর। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে।’

তিনি বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের ৫টি দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। পূর্ববর্তী বছরের ধারাবাহিকতা বজায় রেখে গত অর্থবছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। দেশে দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশে হ্রাস পেয়েছে।’

দেশের মানুষের মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার দাঁড়িয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশের ৯৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। শিক্ষার হার ৭৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায়। মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছরের বেশি হয়েছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রেখেছি। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার কার্য পরিচালনা অব্যাহত রয়েছে।’

মুজিববর্ষে ঢাকায় আসছেন ম্যারাডোনা

0

খেলাধূলা ডেস্ক :: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করছে সরকার। এই বর্ষকে আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) প্রায় প্রতিটি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনও বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম আন্তর্জাতিক ম্যাচ কিংবা টুর্নামেন্ট আয়োজন।

এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিন্তা করছিল, আর্জেন্টাইন কিংবদন্তি, ফুটবলের রাজা নামে পরিচিত দিয়েগো ম্যারাডোনাকে প্রথমবারের মতো ঢাকায় আনা যায় কি না। অবশেষে বাফুফে তাদের সেই চেষ্টায় সফল হলো।

ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আলোচনা করে বাফুফে নিশ্চিত হয়েছে, মুজিববর্ষে ম্যারাডোনা ঢাকায় আসবেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ এ ঘোষণা দেন।

তবে কবে, কখন ম্যারাডোনা ঢাকায় আসছেন, সেটা নিশ্চিত হয়নি। ১৭ মার্চ থেকে যেহেতু শুরু হবে মুজিববর্ষ। বছরব্যাপী, তথা ২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে এই বর্ষের কার্যক্রম, এ সময়ের মধ্যেই যে কোনো সময় ম্যারাডোনাকে ঢাকায় আনা হবে। তবে বাফুফে জানিয়েছে, ম্যারাডোনার সুবিধাজনক সময় অনুযায়ী তার আগমনের সময় এবং সূচি ঠিক করা হবে।

শুধু এটুকু জানা গেছে, ‘এক থেকে দুই রাতের বেশি তিনি ঢাকায় থাকবেন না। বাংলাদেশে ম্যারাডোনার যে সফরসূচি থাকবে, তার মধ্যে অন্যতম হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। বাকিগুলো ম্যারাডোনার সফরে সময়ের দৈর্ঘ্য অনুসারে ঠিক করা হবে।’

সেনবাগে মাদরাসার চার তলার জানালা দিয়ে পালাতে গিয়ে ছাত্রের মৃত্যু!

0

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে মাদ্রাসার চার তলা ভবনের জানালা দিয়ে রশি বেয়ে পালানোর সময় নিচে পড়ে সাজিদ হোসেন (১৪) নামের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (১৫) নামের অপর এক ছাত্র আহত হয়েছে। 

সাইফুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে কানকিরহাট ইসলামিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।সাজিদ হোসেন সেনবাগ পৌরসভার আবুল কাশেমের ছেলে। আহত সাইফুল ইসলাম একই পৌরসভার অর্জুনতলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদ্রাসার চতুর্থ তলা ভবন থেকে নেমে পালানোর চেষ্টা করে সাজিদ ও সাইফুল। এসময় তারা চার তলা ভবনের একটি জানালার ফাঁকা জায়গাতে রশি লাগিয়ে নিচে নামার চেষ্টা করলে রশি ছিঁড়ে দুই জন নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন এবং সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। 

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে সাজিদ নামের এক ছাত্র নিহত হয়েছে। তবে তাদেরকে নির্যাতন বা ভয় দেখানো হয়েছে কি না বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি।

কোম্পানীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: কোম্পানীগঞ্জে বন্দুক যুদ্ধে এক ডকাত সর্দার নিহত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) ৫টা ২০মিনিটের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নে ছোটধলী গ্রামে বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান,১৩ রাউন্ড কার্তুজ, দুটি ছোরা, দুটি রামদা উদ্ধার করে পুলিশ।

নিহত ডাকাত সর্দার মোঃশাহাদাত হোসেন স্বপন (৩৯), রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত বেলায়েত হোসেন এর ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালীন সময়ে এ ডাকাত সর্দারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। পরে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশের সাথে গোলাগুলির এক পর্যায়ে ডাকাত সর্দার ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে।

কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর পক্ষে ছয় হাজার শীতবস্ত্র বিতরণ

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র পক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বসুরহাট পৌরসভায় মেয়র আব্দুল কাদের মির্জা এ শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ছিন্নমূল, অসহায়, গরীব মানুষের মাঝে ছয় হাজার কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র ছোট ভাই পৌর মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

চাটখিলে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

0

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির উদ্দিন ওরফে কসাই মনির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, নিহত মনির উদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় ১৬টি মামলা রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে রোববার গ্রেফতার করা হয়। তিনি অস্ত্র ও মাদকসহ ১৬টি মামলার আসামি। পরে তার দেয়া তথ্যমতে, অস্ত্র ও মাদক উদ্ধারে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকার গনি মিয়ার বাড়িতে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় নিজ বাহিনীর বন্দুকের গুলিতে মনির উদ্দিন নিহত হন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড গুলি, ছোরা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।

দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর ৩ জন নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় একটি লরি তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বানাপুকুর পাড়ার সাহাবউদ্দিন ভূঁইয়া বাড়ির কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)।

দুই সহোদরের বড় ভাই আশরাফুল ইসলাম নয়ন এ তথ্য নিশ্চিত করে জানান, ওখানে তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। একটি প্রাইভেটকারে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার দুই ভাইসহ সোনাগাজীর জামশেদুর রহমান নিহত হন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নোয়াখালীতে বিউটি পার্লারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩ জনকে কারাদন্ড ও জরিমানা

0

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সদরে এক বছর আগে মেয়াদ শেষ হওয়া প্রসাধনসামগ্রী দিয়ে রূপচর্চা করানোর অপরাধে ৩ পার্লার কর্মীকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে, রোজ বিউটি পার্লারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, পার্লারের মালিক নাসিমা আক্তার (৪০), পার্লার কর্মী সিমু (২২), সূচি (২০)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত পরিচালনায় সহযোগীতা করেন সুধারাম থানার পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১মাসের কারাদণ্ড ও ৩০ হজার টাকা জরিমানা করা হয়।  এসময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আজ সন্ধ্যায় এক প্রবাসীর স্ত্রী একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য সদরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রোজ বিউটি পার্লারে সাজতে গেলে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী দিয়ে তার রুপ চর্চা করা হয়। ওই সময় গৃহবধূ জানায় তার মুখ প্রচন্ড ঝলছে। তখন পার্লার কর্মীরা জানায় এটা তেমন কিছু না। পরে মেকআপ তুলে ফেললে দেখা যায় তার মুখ আগুনো পোড়ার মত ঝলসে যায়। অভিযানের পাশাপাশি ক্রেতা ও গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।

কোম্পানীগঞ্জে গরু চুরির অভিযোগে স্বেচ্ছাসেবকদল নেতা আটক

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরির মামলায় এক  স্বেচ্ছাসেবকদলের নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত মাইন উদ্দিন মাসুম (৩৯), উপজেলার চর পার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আলী আহম্মদ’র ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের একাংশের সাবেক সহ-সভাপতি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চর পার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমতলী থেকে তাকে আটক করে।

এ বিষয়ে উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো.জহির উদ্দিন বলেন, গণ মাধ্যম কর্মীদের জানান, একটি গরু চুরি অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 

উল্লেখ্য, একই এলাকার  বানু বেগম নামের এক মহিলার দেড় মাস পূর্বে প্রায় ৬০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয় । ফলে মাঈন উদ্দিন মাসুম কে গরু চুরির অভিযুক্ত করে বানু থানায় একটি অভিযোগ দায়ের করেন । ঘটনার পর থেকে মাঈন উদ্দিন মাসুম এলাকায় গা ঢাকা দিয়ে থাকে । 

এ ব্যাপারে মাঈন উদ্দিন মাসুম এর সাথে আলাপ করা হলে সে জানায় এলাকায়  খবর নিয়ে দেখেন আমি গরু চুরির সাথে জড়িত কিনা । বানু নামের এক মহিলার আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমাকে ওসির সাথে কথা আছে বলে পুলিশ থানায় নিয়ে আসে ।

শেখ রাসেল স্কলারশীপ ২০১৯’র ফল প্রকাশ

0