কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নোয়াখালী জেলার কবির হাট উপজেলা শাখার প্রথম সম্মেলন গত ১৪ জুলাই বিকাল ৩ ঘটিকায় ওটার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আহ্বায়ক শহিদুল ইসলাম রায়হান,সঞ্চালনায় ছিলেন মঞ্জুরুর রহমান ইকন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন শাহিন, উদীচী নোয়াখালী জেলা সংসদ এর সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য,জেলা কমিটির সদস্য সুমন দাস,উদীচী কবির হাট শাখার সদস্য সচিব বিকাশ চন্দ্র দাস, কবির হাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: এনায়েত উল্যা ও প্রমুখ।
সম্মলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভাপতি মাস্টার মো:এনায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক মঞ্জুরুর রহমান ইকন ও জাতীয় পরিষদ সদস্য শহিদুল ইসলাম রায়হান মনোনীত হন। নতুন কমিটিকে শপথ পাঠ করান জেলা সংসদের সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য। সবশেষে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী কবির হাট শাখার বন্ধুরা।