কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী কোম্পনীগঞ্জের কৃতি সন্তান, ফেনী জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা আজগর আলী শামীম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘উপসচিব’ পদে পদোন্নতি পেয়েছেন। ১১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিনি এই পদোন্নতি পান।
আজগর আলী বর্তমানে ফেনী জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ফেনী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মরহুম এরফান আলী ও খোদিজা আক্তার এর তৃতীয় সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক। তাঁর বাবা এরফান আলী চলতি বছরের ১ অক্টোবর মৃত্যুবরণ করেন।
আজগর আলী শামীম বামনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ’র ছাত্র ছিলেন। ২০১১ সালে তিনি ২৯তম বিসিএস এ উত্তির্ন হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার পদোন্নতির খবরে বন্ধু-বান্ধব ও বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।