কবিরহাটে ভুয়া ভোক্তা অধিকার কর্মকর্তা পরিচয়ে ২ প্রতারণা আটক

Date:

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম বাজারে গোলাম মোস্তফা বুলবুল (৪৪) ও রিয়াজুল ইসলাম (৩৮) নামের দুই প্রতারককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটককৃতরা প্রথমে নিজেদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো এবং আটকের পর তারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়।

সোমবার রাত ৯টার দিকে আটককৃত দুই প্রতারককে কবিরহাট থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হচ্ছেন, নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের সোনাগাজী ফরদার বাড়ির মফিজ উল্ল্যার ছেলে গোলাম মোস্তফা বুলবুল ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার সুলতানের বাড়ির শাহজাহানের ছেলে রিয়াজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বুলবুল ও রিয়াজুল কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম বাজারে যায়। বাজারের রফিক উল্যার দোকানে গিয়ে রিয়াজুল ইসলাম নিজেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও বুলবুল তার সহকারি বলে পরিচয় দেয়। পরে তারা ওই দোকান সহ বিভিন্ন দোকানে গিয়ে মালামালের মেয়াদ উত্তির্ণ হয়েছে বলে প্রতি দোকান থেকে দুই থেকে তিন হাজার টাকা করে জরিমানা আদায় করে। এসময় তাদের কথাবার্তা সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদের আটক করে এবং কর্মকর্তার আইডিকার্ড দেখতে চায়। তারা কার্ড দেখাতে ব্যর্থ হলে লোকজন তাদের গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। পুলিশ আসলে তারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দিয়ে কয়েকটি আইডি কার্ড বের করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিঞা বলেন, আমাদের দপ্তরের কর্মকর্তার পরিচয়দানকারী এ প্রতারকদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে পাবলিক লাইব্ররি পক্ষ থেকে শুভেচ্ছা জানান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নবাগত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ...

কোম্পানীগঞ্জে জামায়াতে’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে...

কোম্পানীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে...

কোম্পানীগঞ্জে মা-মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, আটক ২

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে...