টাইম ডেস্ক:
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ফ্যাসিবাদ পতনের পর অবাধ গণতন্ত্রের সুযোগে, বিভিন্ন অপশক্তি, দেশের ভিতরে এবং বাইরের ষড়যন্ত্রকারীরা সম্মিলিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
যখন দেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রশ্নে সংবিধান সংস্কার, প্রশাসনিক সংস্কার , পুলিশ সংস্কার সহ সকল ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের মাধ্যমে গণতানন্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে- তখন সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে অপশক্তির দৌরাত্মকে গুড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা বা নাটক করতে দেওয়া হবে না। জুলাইয়ের গণহত্যার জমিতে ফ্যাসিবাদকে ফিরতে দেয়া যাবে না। তার জন্য সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার সমাজ শক্তি ও ছাত্র শ্রমিকসহ গণমাধ্যমের সবাইকে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক ক্ষণে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বিকেলে জেএসডি ঢাকা মহানগর উত্তর শাখার প্রতিনিধি সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন সরকারকে দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে হবে। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সবাইকে ধৈর্যশীল থাকার অনুরোধ জানান।
জেএসডি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কামাল উদ্দিন মজুমদার সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান,বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা,সুমন খান,নাসির উদ্দিন স্বপন,শহীদ চৌধুরী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি