নোয়াখালী প্রতিনিধি :
কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর ২০ তম বার্ষিক সাধারণ সভা ও ২৫-২৬ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।
নির্ঝর কনভেনশন হলে শনিবার (১৩ অক্টোবর) সমিতির সভাপতি বেলাল হোসেন’র সভাপতিত্বে সন্ধ্যায় ৭ টায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
বাজেট অধিবেশন সভায় সমিতির সভাপতি মো: বেলাল হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি আবদুল মতিন লিটন,সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন। সমিতর সহ সভাপতি নূর হোসেন রতন।
সমিতির সাধারণ সম্পাদক মাসুদের রহমান ২৫ -২৬ অর্থ বছেরের বাজেট পেশ করলে সমিতির পরিচালক ফেরদৌস আহমেদ সেলিম সঞ্চালনায় সম্পূরক বাজেট উপর আলেচনা করেন সমিতির সাবেক সভাপতি নাছির উদ্দিন , বসুরহাট পৌর স্টার সমিতির সভাপতি আব্দুল মজিদ (মেম্বার)। পরে উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে অনুমোদন লাভ করেন।
এসময়ে সহযোগিতা করেন সমিতির সচিব
সঞ্চয় কুমার দে।
ঘোষিত বাজেটে সমবায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সদস্যদের জন্য বিশেষ সুবিধা প্রদান এবং নতুন কর্মসূচি গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় সমিতির চলমান কার্যক্রমের অগ্রগতি, প্রকল্পগুলোর বাস্তবায়ন, সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাজেট ঘোষণার সময় স্বচ্ছতা, দায়বদ্ধতা ও কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ আরো বলেন, পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য যারা ঋণ নিয়েছেন তাদেরকে সময় মতো ঋণ পরিশোধ ও সকল সদস্যদের শেয়ার -সঞ্চয় বেশি বেশি করে দেয়ার আহবান জানান। সভায় সমিতির সাধারণ সদস্য ও কার্যকরী কমিটির পরিচালকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শ্রেষ্ঠ শেয়ার সঞ্চয় পরিশোধকারী সদস্যদের মাঝে এবং রেফেল ড্র বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করেন।