কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আই এইচআরসি) নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ও বসুরহাট পৌরসভা শাখার যৌথ আয়োজনে ঈদ প্রীতি ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫ এপ্রিল সোমবার সকাল ১১টায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এএইচ এম মান্নান মুন্না’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা নারী অধিকার জোট সভানেত্রী লায়লা ফারভীন, বিশেষ অতিথি নারী নেত্রী রৌশন আরা লাকী, বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি আব্দুল কুদ্দুছ, সহ সভাপতি গাজী আলমগীর, সহসভাপতি, হেদায়েত উল্যাহ বাদল, যুগ্ম সধারণ সম্পাদক মেছবাহ উদ্দীন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সাংগঠনিক সম্পাদক নুরনবী আহমেদ, বসুরহাট পৌরসভা শাখার সভাপতি আবু আনছার কাওছার, সাধারণ সম্পাদক সুলতান নাছির উদ্দীন মুন্নাসহ আরো অনেকেই।
অনুষ্ঠান শেষ পর্বে কার্যকরী কমিটির আইডি কার্ড বিতরণ করা হয়। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথাটিও তুলে ধরা হয়। মানুষের অধিকার নিয়ে কাজ করতে গিয়ে নানান প্রতিকূলতার মাঝেও দায়িত্ব পালন করে আসছে বলে জানিয়েছেন কমিশনের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কোম্পানীগঞ্জ উপজেলায় ৩০ জন ও বসুরহাট পৌরসভায় ২৪ জন সদস্য নিয়ে পৃথক পৃথক দুটি কমিটি গঠন করা হয়। এ সময় কমিটির সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়। সভাপতি সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।