এএইচএম মান্নান মুন্না :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কোম্পানীগঞ্জে গত ১৭ বছর আওয়ামীলীগ বিএনপিকে কোথাও ইফতার মাহফিল করতে দেয়নি। যেখানে ইফতার মাহফিলের আয়োজন করছে সেখানে পুলিশ ও ক্যাড়ার বাহীনী দিয়ে ইফতার মাহফিল প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে। প্যাণ্ডেলে রোজাদারদের মুখ থেকে ইফতার কেড়ে নিয়েছে। আজ আওয়ামীলীগ পালিয়েছে। তাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) ইফতার পূর্বে উপজেলার শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরহাজারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ওবায়দুল কাদেরের নির্দেশে তার ভাই কাদের মির্জার সন্ত্রাসী বাহিনী কোম্পানীগঞ্জে বিএনপির রাজনৈতিক কার্যক্রম দমন করে রেখে ছিলো । কোন ধর্মীয় প্রতিষ্ঠান ওয়াজ মাহফিল করতে হলে আয়োজক বৃন্দ আওয়ামী লীগ নেতাদের ও পুলিশ প্রশাসনকে টাকা দিতে হতো। আজ সে আওয়ামীলীগ জনগণের ভয়ে বাড়ী ঘর ছেড়ে পালিয়েছে।
ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জের বিএনপির কয়েকজন নেতাকে ইঙ্গিত করে বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে আর কখনো চাঁদাবাজ, দখলবাজ, বালু খেকো, মাটি খেকো, টেন্ডারবাজ, সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া যাবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে দলের মধ্যে তাদের স্থান হবে না। দলের কমিটি গঠনে ত্যাগী ও মামলা-হামলার শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করতে হবে। পদ বাণিজ্য ও পকেট কমিটি কনোভাবে মেনে নেয়া হবেনা।
কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ ভূঁইয়া’র সভাপতিত্বে ও চর হাজারী ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুুল মতিন’র সঞ্চালনায়
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আনিছুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য একরামুল হক (মিলন মেম্বর )নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল’র যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন,
উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু নাছের মেম্বার, কোম্পানীগঞ্জ উপজেলার যুবদল’র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান টিপু,উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ন আহবায়ক এএইচএম আজিজ আজমির, চরহাজারী বিএনপির সিনিয়র নেতা সফি উল্যাহ (মন্ত্রী সফি) চরহাজারী বিএনপি নেতা আবদু্ল মজিদ মেম্বার,বসুরহাট পৌরসভা জাসাস’র সাধারণ সম্পাদক গোলাম হায়দার শাহীন, উপজেলা সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মো: হাছান ,চর হাজারী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, চরফকিরা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম মেম্বার, যুবদল নেতা মো: আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।