কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: অসন্ন শীতে শুরু হতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সকলকে সুরক্ষা ও সচেতন করে তুলতে নোয়াখালী জেলা প্রশাসক সবাইকে মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।
এরই অংশ হিসেবে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সকল পেশার মানুষকে সচেতন করার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১২নভেম্বর সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও দর্শনার্থীদের মাঝে এবং বসুরহাটের বিভিন্ন পেশার সাধারণ মানুষ, পথচারী, গাড়ীর যাত্রী, ব্যবসায়ী, দোকান কর্মচারী, রিক্সা শ্রমিকদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম আহাম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর এখন থেকে সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, করোনা আতঙ্কিত না হয়ে সকলকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। এবং কোম্পানীগঞ্জকে নো মাস্ক, নো সার্ভিসেরও ঘোষনা দেন।