কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাজারী হাট স্কুল এন্ড কলেজের এইচএসসি ও এইচএসসি(বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠান প্রতিষ্ঠানটির সভাপতি মো.নুরুল হুদার সভাপতিত্বে কলেজের বাংলা প্রভাষক বিউটি রানী রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , হাজারী হাট স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি খোরশেদ আলম , অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)জিল্লুর রহমান টিপু ,অভিভাবক সদস্য ওমর ফারুক ,সিনিয়র শিক্ষক অজিত কুমার ,জীবন সুলতানা ,স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
বিদায় অনুষ্ঠানে হাজারী হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান টিপু জানান এবার এইচএসসি পরীক্ষার্থীদের মধ্য ৭১ জন (জেনারেল) ও এইচএসসি(বিএমটি)শাখায় ১৬৪ জন পরিক্ষার্থীকে বিদায় দেওয়া হচ্ছে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো.নুরুল হুদা বলেন, অন্যান্য কলেজের চেয়ে এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান ও পড়াশোনার সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। দক্ষ প্রভাষকদের আন্তরিক চেষ্টায় কলেজে পাশের হার বাড়ছে।
এ সময়ে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষকগণ, অভিভাবকগণ,কর্মচারীবৃন্দ, অধ্যয়নরত শিক্ষার্থী বৃন্দসহ প্রমুখ।