কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ১৩২ পরিবারকে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে জিআর’র নগদ টাকার চেক
বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে এ চেক বিতরণ করেন।
চেক বিতরণ পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন পাটোয়ারী’র সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ যোবায়ের হোসেন সোহেল, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়েদুল হক কচি, সিরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দীন মিকন, চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহি উদ্দিন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে ৮টি ইউনিয়নে ১৩২ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫০০০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।