কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার মোহনসহ (২০) তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় মোঃ মাইন উদ্দিন (৩৬) নামের চাঁদাবাজকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী মোঃ নুরনবী বাদী হয়ে এ চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত মাইন উদ্দিনকে বৃহস্পতিবার সকালে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর দু’আসামী পলাতক রয়েছে।
চাঁদাবাজি মামলার তিন আসামীরা হলেন, বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের হৈদ বাড়ীর গোলাম মাওলার ছেলে কিশোর গ্যাং লিডার মোহন (২০), একই এলাকার বানু মাঝির বাড়ীর মৃত সাহাব উদ্দিনের ছেলে মোঃ মাইন উদ্দিন (৩৬) ও মিয়া মাঝি (৪৫)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড ইদ্রিছিয়া রোডে আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেন সোহেল একটি ভবন নির্মান কাজ আরম্ভ করে। কিশোর গ্যাং লিডার মোহনসহ আসামীরা এপ্রিল মাসের ১০ তারিখে ওই ভবনটির নির্মান কাজে ৫০হাজার টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না পেয়ে নির্মান কাজ বন্ধ করে দিয়ে নির্মান কাজে তদারককারী মামলার বাদী নুরনবী ও ঠিকাদার মিশনকে হত্যার হুমকি দেয় তারা। এপ্রিল মাসের ১৫ তারিখে নির্মান কাজে তদারককারী নুরনবী অনোন্যপায় হয়ে ওই তিন চাঁদাবাজকে দাবীকৃত ৫০ হাজার টাকা প্রদানের পর ভবন নির্মানের কাজ আরম্ভ করে। এ ঘটনা স্থানীয় ভাবে জানাজানি হলে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নির্দেশে এ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ তিন আসামীর মধ্যে মাইন উদ্দিনকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলায় তিন আসামীর মধ্যে মাইন উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ক্রয়-বিক্রয়সহ থানায় বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।